ডায়াবেটিস কত হলে বিপদ

ডায়াবেটিস কত হলে বিপদ: মিশিগান বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, মানবদেহে ডায়াবেটিসের মাত্রা 300 mg/dL-এর উপরে হলে মাত্রাতিরিক্ত অসস্থি লাগতে  পারে।  সুতরাং আপনার যদি পরপর 300 mg/dL এর দুই বা তার বেশি মাতায় / রিডিং থাকে, তাহলে অবহেলা না করে, অনতিবিলম্বে পরিচিত ও বিশ্বস্থ ডাক্তারকে জানানোর পরামর্শ দিচ্ছি।

সুগারের মাত্রা কত হলে বুঝবেন ডায়াবেটিস হয়েছে - ডায়াবেটিস কত হলে নরমাল - মাত্রা পরিমাপ করার উপায়
সুগারের মাত্রা কত হলে বুঝবেন ডায়াবেটিস হয়েছে / ডায়াবেটিস কত হলে নরমাল / মাত্রা পরিমাপ করার উপায়।

 

ডায়াবেটিস কত হলে বিপদ এবং কত হলে নরমাল? জানতে পড়ুন।