Floral Pattern

অর্থসহ আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ

কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা বাকারার ২৫৫ নং আয়াত আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ অর্থসহ এবং Ayatul Kursi ’র বিস্তারিত জানাবো।

Chat Box

আয়াতুল কুরসি আরবি

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

আপনি কি আরবিতে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না বা আরবি লেখা কম বুঝেন? তাহলে আয়াতুল কুরসী বাংলা উচ্চারণ লিখলাম।

আয়াতুল কুরসি বাংলা অর্থ

আয়াতুল কুরসি বাংলা অর্থ – আল্লাহ, যিনি ব্যতীত কোন উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। কোন তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। কে আছে এমন, যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? বৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।

বিঃদ্রঃ এখানে ”তাকে, তার” শব্দ দুইটির মাধ্যমে শুধুমাত্র মহান আল্লাহ তায়ালাকে বুঝানো হয়েছে।

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ  PDF ডাউনলোড করুন

অফলাইনে আপনার যখন ইচ্ছা, তখনই আয়াতুল কুরসী বাংলা উচ্চারণ ও অর্থসহ পাঠ করতে পিডিএফ ভার্সন করুন।