General Knowledge

Internet এবং ICT সম্পর্কিত ৩০ টি শব্দের পূর্ণরূপ

সদ্য ডিপ্লোমা পাশকৃত এবং আইসিটি ডিভিশনের ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট করা শিক্ষার্থীরা চাকরির জন্য ছুটছেন। Internet এবং ICT সম্পর্কিত ৩০ টি শব্দের পূর্ণরূপ ও ভুকাবিলারি বিভিন্ন চাকরির  ইন্টারভিউয়ে আপনার প্রয়োজন হতে পারে।

Internet এবং ICT সম্পর্কিত বিভিন্ন শব্দের পূর্ণরূপ

এখানে ইন্টারনেট এবং আইসিটি সম্পর্কিত বিভিন্ন শব্দের Full Form বাক্যের অর্থ সহ দিয়েছি।  যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়।

Internet এবং ICT সম্পর্কিত ৩০ টি শব্দের পূর্ণরূপ
Internet এবং ICT সম্পর্কিত ৩০ টি শব্দের পূর্ণরূপ

১। ICT এর পূর্ণরূপ  : Information and Communication Technology (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।

২। HTTP এর Full Form : HyperText Transfer Protocol (হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল).

৩। HTTPS এর পূর্ণ রুপ : Hypertext Transfer Protocol Secure (হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর).

৪। URL এর পূর্ণ*রুপ : Uniform Resource Locator (ইউনিফর্ম রিসোর্স লকেটর).

৫। I.P এর ফুল ফর্ম : Internet Protocol (ইন্টারনেট প্রোটোকল).

৬। VIRUS য়ের সম্পর্ণ মিনিং : Vital Information Resource Under Seized (জব্দ অধীনে গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ).

৭। SIM এর পূর্ণাঙ্গ রুপ : Subscriber Identity Module (গ্রাহক পরিচিতি মডিউল).

৮। 3G এর Full Form : 3rd Generation (৩য় প্রজন্ম).

৯। GSM য়ের পুর্ণরুপ : Global System for Mobile Communication (মোবাইল যোগাযোগের জন্য গ্লোবাল সিস্টেম).

১০। CDMA এর পূর্ণরুপ : Code Division Multiple Access (কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস).

৩০ টি শব্দের পূর্ণরূপ

১১। UMTS এর পূর্ণরূপ : Universal Mobile Telecommunication System (ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম).

১২। RTS এর পূর্ণরূপ : Real-Time Streaming (রিয়েল টাইম স্ট্রিমিং).

১৩। AVI er পূর্ণরূপ : Audio Video Interleave (অডিও ভিডিও ইন্টারলিভ).

১৪। SIS এর পূর্ণরূপ : Symbian Installer System (সিম্বিয়ান ইনস্টলার সিস্টেম).

১৫। AMR এর পূর্ণরূপ : Adaptive Multi-Rate Codec (অভিযোজিত মাল্টি-রেট কোডেক)।

১৬। JAD এর পূর্ণরূপ  : Java Application Descriptor (জাভা অ্যাপ্লিকেশন বর্ণনাকারী)।

আরও পড়ুন ;  Sarker Tahsin: The Musical Maestro and Digital Marketing Prodigy

১৭। Wi-Fi য়ের পূর্ণরুপ : Wireless Fidelity (বেতার বিশ্বস্ততা)।

১৮। HTML এর পূর্ণরূপ  : Hypertext Markup Language (হাইপারটেক্সট মার্কআপ ভাষা)।

১৯। URL এর পূর্ণরূপ  : Uniform Resource Locator (ইউনিফর্ম রিসোর্স লকেটর)।

২০। ISP এর পূর্ণরূপ  : Internet Service Provider (ইন্টারনেট সেবা প্রদানকারী)।

২১। LAN এর পূর্ণরূপ  : Local Area Network (স্থানীয় নেটওয়ার্ক)।

২২। WAN এর পূর্ণরূপ  : Wide Area Network (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)।

২৩। VPN এর পূর্ণরূপ  : Virtual Private Network (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক)।

২৪। WLAN এর পূর্ণরূপ  : Wireless Local Area Network (ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক)।

২৫। DNS এর পূর্ণরূপ  : Domain Name System (ডোমেইন নেম সিস্টেম)।

২৬। TCP/IP এর পূর্ণরূপ  : Transmission Control Protocol/Internet Protocol (ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল/ইন্টারনেট প্রোটোকল)।

২৭। VoIP এর পূর্ণরূপ  : Voice over Internet Protocol (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল)।

২৮। RFID এর পূর্ণরূপ  : Radio Frequency Identification (বেতার কম্পাঙ্ক চিহ্নিতকরণ)।

২৯। GUI এর পূর্ণরূপ  : Graphical User Interface (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস)।

৩০। CMS এর পূর্ণরূপ  : Content Management System (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)।

উল্লেখ্য, এই ৩০ টি ইন্টারনেট এবং আইসিটি বিষয়ক শব্দের পূর্ণরূপ অনলাইনের বিভিন্ন পোর্টাল থেকে সংগ্রহ করা হয়েছে। সুতরাং ভুলত্রুটি  ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Related Articles

Leave a Reply