শিক্ষা

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা সমূহ – multyLoad

সুপ্রিয় পাঠক/ পাঠিকা! দেশের ইউনিভার্সিটি গুলোর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি  পাচ্ছে। তাই এই পর্বে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা সমূহ সংগ্রহ করেছি। এখানে রয়েছে দেশের সকল সরকারি বেসরকারি অর্থাৎ প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির নাম। 

বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা সমূহ

মূলত এই আর্টিকেলটিতে আমি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, এবং সেরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা সমূহ তুলে ধরেছি। আপনার প্রতিষ্ঠানের নামটি আমাদের তালিকায় লিপিবদ্ধ করতে অনুগ্রহ করে কমেন্ট করুন অথবা Contact us  পেজের মাধ্যমে যোগাযোগ করে জানান। 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা  (List of Public Universities in Bangladesh)

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়  BSMRMU (Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University)
  • বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ব BSMMU (Bangabandhu Sheikh Mujib Medical University)
  • ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় BSM (Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University)

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় BSMRAU (Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University)
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ BAU (Bangladesh Agricultural University)
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় BUTEX (Bangladesh University of Textiles)

  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় BUET (Bangladesh University of Engineering & Technology)
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUP (Bangladesh University of Professionals)
  • বরিশাল বিশ্ববিদ্যালয় BU (Barisal University)
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় BRU (Begum Rokeya University)
  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় CUET (Chittagong University of Engineering & Technology)
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় CVASU (Chittagong Veterinary and Animal Sciences University)

  • CU (University of Chittagong)
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় CoU (Comilla University)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় DU (University of Dhaka)
  • ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় DUET (Dhaka University of Engineering & Technology)
  • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় HSTU (Hajee Mohammad Danesh Science & Technology University)

  • ইসলামী বিশ্ববিদ্যালয় IU(Islamic University)
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় JnU (Jagannath University)
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় JU (Jahangirnagar University)
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় JKKNIU (Jatiya Kabi Kazi Nazrul Islam University)
  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় JUST (Jessore University of Science & Technology)
  • খুলনা বিশ্ববিদ্যালয় KUET (Khulna University)

  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় KUET (Khulna University of Engineering and Technology)
  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় MBSTU (Mawlana Bhashani Science & Technology University)

  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় NSTU (Noakhali Science & Technology University)
  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় PUST (Pabna University of Science and Technology)
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় PSTU (Patuakhali Science And Technology University)
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় RU (University of Rajshahi)

  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় RUET (Rajshahi University of Engineering & Technology)
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় SUST (Shahjalal University of Science & Technology)
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় SAU (Sher-e-Bangla Agricultural University)
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় SAU (Sylhet Agricultural University)

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা

  • দারুল ইহসান ইউনিভার্সিটি
  • ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
  • নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম
  • ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ

  • ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক 
  • দা পিপল ইউনিভার্সিটির অব বাংলাদেশ 
  • এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 
  • কুইন্স বিশ্ববিদ্যালয়
  • আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি 
  • গণ  বিশ্ববিদ্যালয়
  • মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 
  • ব্র্যাক ইউনিভার্সিটি
আরও পড়ুন ;  রাজনৈতিক বক্তব্য কিভাবে শুরু করবেন? বক্তৃতার কৌশল শিখুন।

  • বাংলাদেশ ইউনিভার্সিটি 
  • লিডিং ইউনিভার্সিটি
  • অফ সাইন্স এন্ড টেকনোলজি 
  • বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • প্রিমিয়ার ইউনিভার্সিটি
  • পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ
  • ইবাইস ইউনিভার্সিটি 

  • সাউথইস্ট ইউনিভার্সিটি
  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
  • স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  • সিটি ইউনিভার্সিটি
  • প্রাইম ইউনিভার্সিটি
  • নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

  • সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
  • গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

  • ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  • শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
  • দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি
  • ইস্টার্ন ইউনিভার্সিটি
  • মেট্রোপলিটন ইউনিভার্সিটি

  • উত্তরা ইউনিভার্সিটি
  • ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি
  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

  • ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস
  • প্রাইমএশিয়া ইউনিভার্সিটি
  • রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা
  • ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
  • ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  • অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 
  • ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় 

  • ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 
  • বরেন্দ্র বিশ্ববিদ্যালয় 
  • হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 
  • বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি 
  • নর্থ ইষ্ট ইউনিভার্সিটি

  •  ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ 
  • ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 
  • নর্থ ওয়েস্টার্ন ইউনিভারসিটি 
  • খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় 
  • সোনারগাঁও বিশ্ববিদ্যালয় 

  • ফেনী ইউনিভার্সিটি 
  • ব্রিটানিয়া ইউনিভার্সিটি
  • পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস 
  • চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 
  • নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • টাইমস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 

  • নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 
  • রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি 
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 
  • রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়

  • জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 
  • গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ
  • বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর
  • বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএইউইটি), কাদিরাবাদ
  • বাংলাদেশ আর্মি উনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএআইইউএসটি), কুমিল্লা

  • কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  • নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি, খুলনা
  • ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম 
  • সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ
  • বান্দরবান বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সেরা ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা সমূহ
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা সমূহ

যদিও প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্টাডি বা পড়াশোনার মান উন্নয়ন এবং বিভিন্ন আঙ্গিকে সেরা হিসেবে খ্যাতি অর্জন করে যাচ্ছে। তবে ২০২৩ সালের সময়োপযোগী সেরা ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা (Top Ranking Private University in Bangladesh 2023) নিম্নে উল্লেখ করা হলো।

  1. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় North South University (NSU)
  2. ব্র্যাক বিশ্ববিদ্যালয় BRAC University (BRACU)
  3. স্ট ওয়েস্ট ইউনিভার্সিটি East West University (EWU)
  4. ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ Independent University, Banglades(IUB)
  5. আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Ahsanullah University of Science and Technology (AUST)
  6. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ American International University-Bangladesh (AIUB)
  7. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  Daffodil International University (DIU)
  8. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি United International University (UIU)
  9. ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ University Of Liberal Arts Bangladesh (ULAB)
  10. ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক University of Asia Pacific (UAP)

 বিশেষ দ্রষ্টব্যঃ বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা সমূহে আপডেট আসতে পারে। তবে আমাদের রিসার্চ এর তালিকা অনুযায়ী ২০২৩ সালে উল্লেখিত ইউনিভার্সিটি গুলো সেরা মনে হয়েছে। কিন্তু যে কোন সময় বিভিন্ন ফ্যাক্ট ও মান উন্নয়নের উপর ভিত্তি করে উনিভার্সিটির সেরা তালিকার র‍্যাঙ্ক পরিবর্তন হতে পারে। আর এজন্য আমাদের তথ্যটির উপর 100% জোর দাবি না করার জন্য অনুরোধ রইল। কারণ আমরা শুধুমাত্র নিজেদের অনলাইন রিচার্জ এর উপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছি। 

  1. সকল শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা

পরিশেষে,

এয়ার্টেলটিতে দেশের সকল  বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা লিপায়ন করার চেষ্টা করেছি। মানুষ মাত্রই ভুলত্রুটি সম্ভাবনীয়, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোন ইউনিভার্সিটি নাম যদি উল্লেখ না করে থাকি, তাহলে আপনার পছন্দের ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের নামের তালিকাটি আমাদেরকে কমেন্ট করেন। শুভকামনা রইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *