অন্যন্য

বন্ধুর শুভ বিবাহের সম্ভাব্য আয়োজন পরিকল্পনা

আমার বন্ধুর শুভ বিবাহের সম্ভাব্য আয়োজন পরিকল্পনা

  1. বিবাহের সম্পূর্ণ বাজেট কত টাকা?
  • নগদ সংগ্রহ কতো আছে, এবং  ঋণ করতে হবে কতো টাকা।
  • বাজার সদাই, কেনাকাটার খরচ বাবদ নগদ আছে কতো টাকা আর কতো বাকি রাখবে?
  • বিয়ের অনুষ্ঠানে আগত অতিথি এবং আত্নীয় স্বজনদের থেকে কতো টাকা উপহার হিসেবে সাপোর্ট পাবে ইত্যাদি।

মূলতঃ তুমার কাছে কতো টাকা আছে, এবং আত্নীয় স্বজন ও অনুষ্ঠানের অতিথি মেহমানদের কাছ থেকে কতো টাকা পাওয়ার সম্ভাবনা আছে। সেরকম একটা আনুমানিক আইডিয়া রেখেঃ খরচ করতে হবে। নয়তো, আয়ের উৎস স্পষ্টভাবে না জেনে, আন্দাজে ব্যয় করতে থাকলে – পরবর্তীতে বড় টেনশনে পড়তে পারো।

2. কোন দায়িত্বে কে থাকবে, সেরকম লোক নির্ধারণ করতে হবে।

  • অলংকার, গহনা গাটি কেনাকাটা করার দায়িত্বে কে থাকবে?
  • কাপড় – চোপড় কেনাকেটার দায়িত্বে কে থাকবে?
  • বাজার সদাই করার দায়িত্বে কে থাকবে?
  • বাবুর্চি ম্যানেজ এবং ডেকোরেটরের ব্যবস্থা করার দায়িত্বে কে থাকবে?
  • মেয়ের বাড়িসহ অন্যন্য যাতায়াতের গাড়ি অথবা যানবাহনের দায়িত্বে কে থাকবে?
  • মেহমান ও অতিথিদেরকে দাওয়াত দেওয়া, ফোনালাপ এবং যোগাযোগের দায়িত্বে কে থাকবে?
  • বাসর ঘর কে বা কারা সাজানোর দায়িত্বে থাকবে?

মূলতঃ সবাই মিলে মিশেই বিয়ের আয়োজন করবো। কিন্তু, নির্দিষ্টভাবে কাউকে দায়িত্বে রাখলে, প্রত্যেকটা কাজ আরো সুন্দরভাবে এবং সুষ্ঠভাবে হবে, ইনশাআল্লাহ।

3. কে, কখন, কোথায় থাকবে? অথবা আসা – যাওয়া করবে?

  • গায়ে হলুদের দিন কে বা কারা আসবে?
  • চলনে ছেলে পক্ষ থেকে, কে বা কারা যাবে?
  • বৌভাত অনুষ্ঠানে কতজন লোক আসবে? (আনুমানিক)

বিশেষ দ্রষ্টব্যঃ লোকজনের একটা সঠিক হিসাব না থাকলে, পরবর্তীতে বিয়ের সময় অনেক জায়গায়, মন কষাকষি হতে দেখেছি (যেমনঃ চলনে মেয়ের বাড়ি আমাকে নিয়ে গেলো না, অথবা, বৌভাতের সময়, অতিথিদের এমনও পাবলিক আছে, যারা একই পরিবারের বা একই বাড়ির মানুষ। কিন্তু ঢং রঙ করে বলবেঃ অমুককে দাওয়াত দিছে, কিন্তু আমাকে তো দাওয়াত দেয় নাই। তমুক কে ফোন দিছে, কিন্ত ‍আমাকে তো দেয় নাই,  অথচ তাহারা সবাই একই পরিবারের সদস্য )। 

আরও পড়ুন ;  হ্যালো গুগল আমি এখন কোথায় আছি? বর্তমান লোকেশন বের করুন Google Maps Location Find

এছাড়াঃ লোকজনের সঠিক হিসাব করে রাখলেঃ ছোট খাটো ঝগড়া ঝাটি আর বিরক্তিকর মাতব্বরি থেকে রক্ষা পাওয়া যাবে।

4. খরচাদির হিসাব নিকাশ তালিকা করতে হবে।

  • মেয়ের জন্য ( বউ ) কি কি কিনতে হবে? (অলংকার, কাপড় চোপড়, সাজ-সজ্জার প্রসাধনী সামগ্রী ইত্যাদি)
  • ছেলের জন্য ( জামাই ) কি কি ক্রয় করতে হবে? (পাঞ্জাবি বা শেরওয়ানী, পাগড়ি,           [ বিয়ের পোশাক ভাড়া নিবা নাকি সরাসরি কিনবা, ], জুতা, গেঞ্জি, জামা, গামছা, হলুদ ইত্যাদি)
  • বাজার সদাই খরচ (চাল, ডাল, তরকারি, আলু, পিয়াজ, রসুন, মশলাপাতি, গোশত ইত্যাদি)
  • যাবতীয় মিষ্টি সামগ্রী ( মিষ্টি, দধি ইত্যাদি)
  • বাবুর্চি খরচ, ডেকোরেটর খরচ
  • যাতায়াতের গাড়ি ভাড়া
  • এছাড়াও অতিরিক্ত খরচের টাকা হাতে নগদে রাখতে হবে। যেকোন কাজে, যেকোন মুহুর্তে খরচ হতে পারে।

সতর্কতাঃ আয় এবং ব্যয় ( খরচের ) হিসাব ঠিক মতো না থাকলে, বিয়ের অনুষ্ঠানটা সুন্দরভাবে পালন করা সম্ভব হবে না। সুতরাং, খরচাদির যাবতীয় বিষয় আগে থেকে পরিকল্পনায় রাখতে হবে।
মনে রাখবাঃ  বিয়ে শাদী আর বিয়ে বাড়ি এবং – অনুষ্ঠান, আনন্দ – উৎসব এবং আয়োজন মানে”ই টাকা খরচের খেলা…। তবে মুরব্বিদের সাথে নিয়ে  বিস্তারিতভাবে পরিকল্পনা অনুযায়ী খরচের হিসাব নিকাশ করলে, তুলনামূলক কম খরচে”ও অনেক ভালো অনুষ্ঠান করা সম্ভব।

আমার বন্ধুর শুভ বিবাহের সম্ভাব্য আয়োজন পরিকল্পনা

বন্ধুর শুভ বিবাহের সম্ভাব্য আয়োজন পরিকল্পনা
বন্ধুর শুভ বিবাহের সম্ভাব্য আয়োজন পরিকল্পনা

অর্থনৈতিকভাবে টাকা – পয়সা”র দিক দিয়েঃ এবছরের সময়গুলো আমার খারাপ যাচ্ছে। তবে, তুমার বিবাহে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারলেও, প্রকৃত বন্ধু হিসেবেঃ তুমার পাশে থেকে, তুমাকে সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ।

বন্ধু! তুমার বিবাহ নিয়ে ডিপ্রেশনে যাওয়ার মানে হয় না।

অনুগ্রহ করে, তুমার অর্ধেক টেনশন আমাকে’ও তুমার সাথে ভাগাভাগি করে নিতে দিয়ো। তাহলে নিজেকে ধন্য মনে করবো।

যেকোন প্রয়োজনে আমাকে পাবে, ইনশাআল্লাহ।

বিবাহের সম্ভাব্য আয়োজন পরিকল্পনা
Nazmul Marriage


সর্বোপরি, আল্লাহ তায়ালার কাছে দোয়া করিঃ তুমার শুভ কাজটি যাতে সুন্দরভাবে শেষ করতে পারো। এবং সাংসারিক জীবণের অধ্যায় শুরু করো, প্রিয় বন্ধু! আমার সালাম রইলো…।

Related Articles

Leave a Reply