Ami tomakei bole debo lyrics by Sanjeeb Chowdhury – আমি তুমাকেই বলে দিব লিরিক্স
Ami tomakei bole debo lyrics by Sanjeeb Chowdhury – আমি তুমাকেই বলে দিব লিরিক্স কি যে একা দীর্ঘ রাত, আমি হেটে গেছি বিরাণ পথে।
- About Song:
Song Name: Ami tomakei bole debo (আমি তুমাকেই বলে দিব)
Singer: Sanjeeb Chowdhury
Lyric: সঞ্জিব চৌধুরী
Tune: Bappa Mazumder
Album: Hridoypur.
Summary Of Content: multyLoad
আমি তুমাকেই বলে দিব লিরিক্স
আমি তুমাকেই বলে দেবো,
কি যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প;
কড়া নেড়ে গেছি ভুল দরজায়…।
ছুঁয়ে কান্নার রঙ;
ছুঁয়ে জোছনার ছায়া।
ছুয়ে কান্নার রং-
ছোঁয়ে জোৎস্নার ছায়া।
আমি তোমাকেই বলে দিবো,
কি যে একা দীর্ঘ রাত।
আমি হেটে গেছি বিরাণ পথে।।
আমি তোমাকেই বলে দেবো-
সেই ভুলেভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।
ছুঁয়ে কান্নার রঙ;
ছুঁয়ে জোসনার ছায়া।
ছোঁয়ে কান্নার রঙ-
ছোঁয়ে জোৎস্নার ছায়া।
আমি কাউকে বলিনি সে নাম-
কেউ জানেনা, না জানে আড়াল;
আমি কাউকে বলিনি সে নাম…
কেউ জানে না, না জানে আড়াল
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া।
জানে কাঁন্নার রং-
জানে জোৎস্নার ছাঁয়া।
তবে এই হোক, তীরে জাগুক প্লাবণ
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ।
তবে এই হোক, তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ।
তুমি কান্নার রঙ-
তুমি জোছনার ছায়া।
তুমি কাঁন্নার রং,
তোমি জোৎস্নার ছায়া।
আমি তোমাকেই বলে দেবো-
কি যে একা দীর্ঘ রাত;
আমি হেটে গেছি বিরাণ পথে…।
আমি তুমাকেই বলে দিবো,
সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।
ছুয়ে কান্নার রঙ-
ছুয়ে জোসনার ছায়ায়।
ছুঁয়ে কান্নার রং,
ছোঁয়ে জোৎস্নার ছায়ায়….
আমি তোমাকেই বলে দিব লিরিক্স – সঞ্জীব চৌধুরী।
Ami tomakei bole debo Lyrics Chords
Ami tomakei bole debo,
Ki je eka dirgho raat,
Ami hete gechi biran poth.
Ami tomakei bole dibo
Shei vole vora golpo;
Kora nere gechi vol dorojay…
Choye kannar rong;
Choye josnar chaya.
Choye kannar rong-
Chowe jostnar chaya.
Ami tomakei bole debo lyrics
Ki je ek dirgo rat.
Ami hete gechi biran pothe.
Ami tomakei bole dibo-
Shei volevora gonlpo,
Kora nere gechi vol dorojay
Choye kannar rong;
Choye josnar chaya.
Chowe kannar rong;
Chowe jostnar chawa.
Ami kawoke bolini she name-
Kew jane na, na jane aral;
Ami kawke bolini se name…
Kewo janena, na jane arral.
Jane kannar rong;
Jane zosnar chaya.
Jane kannar rong-
Jane josnar chaya.
Ami tumakei bole debo
Ki je eka dirgho rat,
Ami hete gechi biran pothe…
Ami tomakei bole debo
Sei vole vora golpo,
Kora nere gechi vol dorojay.
Choye kannar rong-
Chowe josnar chayay.
Chowe kannar rong;
Choye josnar chayay…
Ami tomakei bole debo lyrics – Sonjib Chowdhory.
- Ami tomakei bole debo lyrics by Sanjeeb Chowdhury – আমি তুমাকেই বলে দিব লিরিক্স।