প্রবীণ গীতিকার হাশিম মাহমুদের দেখা না দিলে বন্ধু কথা কইও না লিরিক্স (ফুল ফুটেছে গন্ধে সারা মন লিরিক্স) বাংলা গানের ডুয়েট গেয়েছেন আরফান মৃধা শিবলু এবং আলেয়া বেগম। জনপ্রিয় বাংলা গান কথা কইয়ো না লিরিক্স (kotha koio na lyrics) এর সার্বিক প্রযোজনায় ছিলেন (Coke Studio Bangla) কোক স্টুডিও বাংলা। গানের কম্পোজ করেছেন ইমন চৌধুরী।
Summary Of Content: multyLoad
কথা কইও না লিরিক্স (kotha koio na lyrics) গান
কথা কইয়ো না গানের ক্রেডিট ও সত্বাধিকারীঃ
- গানের ধরণঃ Bengali Folk Song
- গানের নামঃ Kotha Koiyo Na
- Song name: কথা কইও না (ফুল ফুটেছে গন্ধে সারা মন লিরিক্স)
- গীতিকারঃ আরফান মৃধা শিবলু (Arfan Mredha Shiblu), এবং আলেয়া বেগম ( Aleya Begum)।
- মিউজিক কম্পোজ / টিউন সেটআপঃ ইমন চৌধুরী (Emon Chowdhury)।
- কথা কইয়ো না গানের গীতিকার/ রচয়িতাঃ Hashim Mahmod (প্রবীণ লিরিকিস্ট হাশিম মাহমুদ)
- মিউজিক লেভেল এবং প্রযোজনায়ঃ Coke Studio Bangla (কুক স্টুডিও বাংলা YouTube Channel)
- প্রকাশকালঃ ১০ ই জুন ২০২৩ খৃষ্টাব্দ।
দেখা না দিলে বন্ধু কথা কইও না লিরিক্স
বারো মাসে বারো ফুল রে;
ফুইট্টা থাকে ডালে-রে
এই পন্থে আইসে নাগর-
পড়তি সন্ধ্যা কালে রে!
দেখিতে সোনার, নাগর গো…
চান্দেরও সমান…।
ফুল ফুটেছে, গন্ধে সারা মন-
ফুল ফুটেছে, গন্ধে সারা মন…
তুমি আমার, কত যে আপন…
দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না,
“দেখা না দিলে বন্ধু-
কথা কইয়ো না”।
বারোমাসে বারো ফুলরে
ফুই ট্টা থাকে ডালেরে
এই পন্থে আইসে নাগর;
পড়তি সন্ধ্যা কালে রে…।
কোন বা দেশে থাকে ভোঁমরা-
কোন বাগানে বসে…।
“কোন বা ফুলের মধু খাঁইতে,
উইড়া উইড়া আসে”।
দেখিতে সোনার নাগর গো,
চান্দেরও সমান…।
“দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান”!
হাউশের/আউশের পিরিতি, করিলাম আমি-
প্রেমই জীবন, প্রেমই মরণ-
এই তো জানি ….।।
ফুল ফুটেছে গন্ধে সারা মন লিরিক্স
পাখি উড়ে গেলে তার, ডানাতে কি ভয়?
উড়ে উড়ে যাচ্ছে সবাই, বেদনারই ক্ষয়!
দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না…।
“দেখা না দিলে বন্ধু-
কথা কইয়ো না”।
“ফুল ফুটেছে, গন্ধে সারা মন…।”
ফুল ফুটেছে, গন্ধে সারা মন-
তুমি আমার, কত যে আপন!
দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না…।
“দেখা না দিলে বন্ধু…
কথা কইয়ো নাহ।”
বারো মাসে, বারো ফুলরে-
ফুইট্টা থাকে ডালেরে;
এই পন্থে আইসে নাগর~
পড়তি সন্ধ্যা কালে রে।
কোন বা দেশে ~ থাকে ভোঁমরা!
কোন বাগানে বসে?
কোন বা ফুলের মধু খাইতে-
উইড়া উইড়া আসে??
দেখিতে সোনার নাগর গো…,
চান্দেরও সমা..ন।
দেখিতে সোনার নাগর গো…।
চান্দেরও সমান।।
Dekha na dile bondho kotha koiyo na lyrics. বারো মাসে বারো ফুল রে। দেখা না দিলে বন্ধু কথা কইও না লিরিক্স (kotha koio na lyrics) ফুল ফুটেছে গন্ধে সারা মন লিরিক্স।
Kotha Koiyo Na Lyrics (কথা কইয়ো না বন্ধু লিরিক্স
Baro mashe baro full re,
Fuitta thake dale re,
Ei ponthe aisha nagor,
Porti shondha kale re.
Dekhite shonar nagor go…
ChanderO shoman.
Full foteche gondhe shara mon,
Tumi amar koto je apon,
Dekha na dile bondho kotha koiyo na,
Dekha na dile bandho,
kotha koio nah.
BAro mashe baro fulre,
Fui tta thake dalere,
Ei ponthe aisha nagor;
Porti shondha kalere.
Kon ba deshe thake vomra,
Kon bagane boshe.
Kon ba fuler modho kahite,
Uira uoira ashe.
Dekhite shonar nagor go,
ChanderO shoman.
Haosher piriti, korilam ami.
Premi jibon, prem e moron.
Ei to jani…
Pakhi uira gele tar, dana te ki voy?
Ure ure jasse sobai, bedonari khoi.
Dekha na dile jasse bedonari khoy.
Dekha na dile bandho kotha koyo na.
বারো মাসে বারো ফুল রে। কথা কইও না লিরিক্স (kotha koio na lyrics)। দেখা না দিলে বন্ধু কথা কইও না লিরিক্স (Dekha na dile bondho kotha koiyo na lyrics) ফুল ফুটেছে গন্ধে সারা মন লিরিক্স.