ও প্রিয়তমা গানের লিরিক্স (O Priyotoma Lyrics) শাকিব খান
শাকিব খানের ও প্রিয়তমা গানের লিরিক্স Tomake Janiye Dilam O Priyotoma Lyrics)। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা লিরিক্স গেয়েছেন বালাম ও কোনাল। প্রিয়তমা ছবির গান রচয়িতা আসিফ ইকবাল এবং সুরকার আকাশ সেন। হিমেল আশরাফ পরিচালিত priyotoma movie song অভিনয়ের প্রধান চরিত্রে শাকিব খান এবং ইধিকা পাল, এই দুইজনের জুটি দর্শক মহলে বেশ বাহ বাহ পেয়েছে।
Summary Of Content: multyLoad
ও প্রিয়তমা গানের লিরিক্স ক্রেডিট (O Priyotoma Song Credit):
- গানের নাম : O Priyotoma ( ও প্রিয়তমা )।
- অভিনয়ে: Shakib Khan & Edhika Paul ( শাকিব খান এবং ইধিকা পাল )।
- গায়ক/গায়িকা : Balam & Konal ( বালাম এবং কোনাল )।
- রচয়িতা : Asif Iqbal ( আসিফ ইকবাল )।
- সুরকার / মিউজিক : Akassh Sen ( আকাশ সেন )।
- পরিচালক : Himel Ashraf ( প্রখ্যাত পরিচালক হিমেল আশরাফ )।
- প্রডিসিউর : Arshad Adnan ( আরশাদ আদনান )।
ও প্রিয়তমা লিরিক্স
যতো কথা রাখা ছিলো এই বুকে জমা-
যত কথা রাখা ছিলো, এই বুকে জমা…
তুমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা,
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা।
আমার আকাশ নীলে, তুমি যে নীলিমা…
আমারো আঁকাশ নীলে, তুমি যে নিলীমা ~
তুমাকে জানিয়ে দিলাম ও… প্রিয়তমা…
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা লিরিক্স।
ও… প্রিয়তমা, ও… প্রিয়তমা-
ও ~ প্রিয় তমা, আমার প্রিয়তমা…।
যতনে তুমাকে রেখে, এই মনে লোকিয়ে-
ভালবেসে ভেসে যাব সব পথ’ও পেরিয়ে!
হো,,, যতনে তুমাকে রেখে এই মনে লুকিয়ে,
ভালবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে~
মনেরও ওজনে ভেসে যাবে পূর্ণিমা,
মনেরো ওজনে ভেসে যাবে পুর্ণিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা (২ বার)।
চিরোদিন পাশে থেকো, সুখে দুঃখে জড়িয়ে-
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে (২ বার);
তুমি, তুমি, তুমি শুধু তুমারই উপমা ~
তুমি, তুমি, তুমি শুধু তুমারই উপমা –
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা…।
তুমাকে জানিয়ে দিলাম, ও… প্রিয় তমা…।।
যতো কথা রাখা ছিলো এই বুকে জমা (২ বার)
তুমাকে জানিয়ে দিলাম, ও… প্রিয়তমা… (২ বার)।
মেয়ে কন্ঠঃ
ও প্রিয় তমা, ও প্রিয়তমা-
আমি প্রিয়তমা, তুমার প্রিয়তমা…।
ছেলে কন্ঠঃ
ও… প্রিয়তমা, ও প্রিয়তমা,
আমি প্রিয়তমা, আমার প্রিয়তমা…।
(O Priyotoma Song Lyrics) ও প্রিয়তমা ছবির গানের লিরিক্স শাকিব খান ও ইধিকা পাল অভিনীত মুভি।
- ( Bazar Gorom Lyrics ) বাজার গরম লিরিক্স আলী হাসান | Bangla Rap Song
- ঈশ্বর কি তোমার আমার লিরিক্স (Eshwar) তুমি এই রোদের মতো
- ও প্রিয়তমা গানের লিরিক্স (O Priyotoma Lyrics) শাকিব খান
- আসমানে যাইও নারে বন্ধু লিরিক্স Asmane Jaio Nare Bondu Lyrics
- সরলতার প্রতিমা লিরিক্স – Sorolotar Protima Lyrics by আহমেদ খালিদ
O Priyotoma Lyrics
Joto kotha chilo ei boke joma
Joto kotha chilo ei bokee joma…
Tomake janiye dilam o priyotoma
Tumake janiye dilam O Priyo toma.
Amar akash nile tomi je nilima.
Amar akash nile tumi je nilima.
Tomake janiye dilam o priyotoma lyrics.
O priyotoma, Ooo priyo toma,
O priyo tomaa, O… Priyotoma.
Jotone tomake rekhe ei mone lokiye,
Valobeshe veshe jabo shob poth periye.
Jotone tumake rekhe ei mone lukiyee,
Valobeshe bheshe jaboo shob path periye.
Moner Ojone veshe jabe purnima.
MonerO ojone veshe jabe pornima,
Tomake janiye dilam o priyotoma Movie song.
Chirodi pashe theko, shokhe dukkhe joriye,
Ovimane abdare maya diyo choriye. (2 bar).
Tumi, tomi, tomi shodho tomari upoma –
Tomi tumi, tumi shodo tumarei opoma.
Tomake janiye dilam o priyotoma. (2 bar).
Joto kotha rakah chilo ei boke joma (2 bar).
Tomake janiye dilam o priyotoma lyrics.
ও প্রিয়তমা লিরিক্স (O Priyotoma Lyrics) Tomake Janiye Dilam By Balam & Konal.
O priyotoma, O… Priyo toma,
Ami priyo toma, Tomar priotoma.
O priyo toma, O” priyo tomma,
O’ priy-otoma, Amar priyotoma.
ও প্রিয়তমা লিরিক্স (O Priyotoma Lyrics by Balam and Konal) Priyotoma movie songs actor Shakib Khan andEdhika Paul. This is a famous trending love stories movie in Bangladesh.