ফোক গানের লিরিক্স

ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান লিরিক্স (Kalachan) আদর কইরা ডাকব জান

কালাচান Song Lyrics (কালাচান) | Tosiba Begum

ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান লিরিক্স (Kalachan Lyrics) টি গেয়েছেন শিল্পী তশিবা আপু । I Ore Kalachan Lyrics Song Lyrics (কালাচান লিরিক্স) সুরকার এফ এ প্রিতম। সালাহউদ্দিন সাগরের লেখা ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান লিরিক্স এর অভিনয়ে ছিলেন টিকটক অভিনেত্রি নাফিসা নুসরাত প্রনমে , আরও ছিলেন আলিফ চোধুরি । সম্প্রতি নাজমুল ইভান এর পরিচালনায় মিউজিক ভিডিওটি করা হয় এবং ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান লিরিক্স (গানটি) বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান লিরিক্স ক্রেডিট

  • গানের নাম : Kalachan (কালাচান)।
  • গায়ক : Tosiba Begum (শিল্পী তশিবা আপু)।
  • র‍্যাপ : FA Pritom ( এফ এ প্রিতম )
  • লিরিক্স রাইটার : Salahuddin Shagar (সালাহউদ্দিন সাগর)।
  • সুরকার এবং কম্পোজিশনে : FA Pritom (এফ এ প্রিতম)।
  • ডিরেক্টর : Nazmul Evan (নাজমুল ইভান)।
  • দোতারা : Pavel Wahid (পাভেল ওয়াহিদ)
  • মিউজিক এবং মিক্সিং : Tune হউসে (টিউন হাউজ)
  • লেভেল চ্যানেল : Burnabee Records (বুর্নাবি রেকর্ডস ইউটিউব চ্যানেল)।

ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান লিরিক্স

আদর কইরা ডাকব জান

কাছে একটু আইয়া যান

মনের কথা হই না জান

কী জাদুতে মারছেন আমায় বাণ

আদর কইরা ডাকব জান

কাছে একটু আইয়া যান

মনের কথা হই না জান

কী জাদুতে মারছেন আমায় বাণ

কী জাদুতে মারছেন আমায় বাণ

হাতটা ধরেন না

ভাব নিয়েন না

কেন চোখের ভাষা

বুঝেন না

জ্বালা দিয়েন না

দূরে যায়েন না

মইরা গেলে আমায় খুঁজে

পাইবেন না

ওরে কালাচান লিরিক্স

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

আগাগোড়া মেকাপ কইরা দেখাও তুমি ঢং

তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং

এই তুমি অনেক ক্রেজি

তোমার নাটক বুঝি

আয় তি তি তিতি কইরা

আরও পড়ুন ;  আমি অপার হয়ে বসে আছি লিরিক্স Ami Opar Hoye Bose Achi Lyrics

ময়না পাখি খুঁজি

মন আমার বোকাসোকা

পোলা বোকা না

আমি শুধু খাইছেন কি

বাবু খোঁকা না

তোমার মনের ব্যাপার স্যাপার

কাটলো প্রেমের খাল

শাড়ি পইরা টিপ মাইরা

ঠোঁট করি লাল লাল

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ডুব না দিলে প্রেমের জলে

জীবন যাবে হায় বিফলে

আইসো আমার মনমহলে

ভাসাইব আদরের সম্পদ

খাইয়া যাও না রসের ভরা পান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

Ore Kalachan Song Lyrics In Bengali

Ador koira dakmu jaan

Kache ektu aiya jan

Moner kotha huina jan

Ki jadute marchen amay baan

Haat ta dhoren na vab niyen na

Keno chokher bhasa bujhen na

Jwala diyen na dure jaiyen na

Moira gele amay khuija paiben na

Ore kalachan

Tomar lagi mon kore anchan

Ore kalachan Lyrics In Bengali

Ore kalachan

Ekkhan batar paan khaiya jan

Aaga gora makeup koira

Dekhao tumi dhong

Tomar paan tumi khao

Thote lagao rong

Ei tumi onek crazy

Tomar natok bujhi

Aay titi titi koira

Moyna pakhi khuji

Mon amar boka soka

Pola boka na

Ami shudhu khai senti

Babu khoka na

Tomar moner bepar separ

Katlo premer khaal

Shari poira tip maira

Thot korila laal

Doob na dile premer jole

Jibon jaabe haay bifole

Aiso amar mon mohole

Vasaibo adorer sampan

Khaoyai jaona roser bhora paan

Ore kala chan

Tomar lagi mon kore aanchan

Ore kalachan

Ekkhan batar pan khaiya jan


People Search Also : আদর কইরা ডাকমু জান লিরিক্স , ওরে কালা চান লিরিক্স , হাতটা ধরো না ভাব নিয়েন না লিরিক্স , হাতটা ধরেন না ভাব নিয়েন না কেন চোখের ভাষা বোঝেন না গান ,

গানটির সম্পুর্ন ক্রেডিট তশিবা আপু এবং নাজমুল ইভান ভাই এর টিম এর ।
ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান লিরিক্সটি আশা করি সবার ভালো লেগেছে , ধন্যবাদ সবাইকে ।

Related Articles

Leave a Reply