বাংলা গানের লিরিক্স

এই অবেলায় লিরিক্স (শিরোনামহীন) Ei Obelay Lyrics

বাংলা ব্র্যান্ডের এই অবেলায় লিরিক্স (Ei Obelay Lyrics): গানটি শিরোনাম টিমের অন্যতম সদস্য শেখ ইশতিয়াক আহমেদ গেয়েছেন। গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান ভাই।

Ei Obelay Tomari Akashe Lyrics এই অবেলায় তোমারি আকাশে লিরিক্স – Ziaur Rahman Lyrics

Singer Ziaur Rahman
Singer kazy Ahmad Shafin
Music Shironamhin
Song Writer Ziaur Rahman

Ei Obelay (Lyrics) | Shironamhin | এই অবেলায় | Sheikh Ishtiaque | Bengali Lyrics Music Song.


এই অবেলায় লিরিক্স

Ei Obelay Tomari Akashe Lyrics এই অবেলায় তোমারি আকাশে লিরিক্স
Ei Obelay Tomari Akashe Lyrics এই অবেলায় তোমারি আকাশে লিরিক্স

এই অবেলায় তোমারই আকাশে,
নীরব আপোসে ভেসে যায়।
সেই ভীষণ শীতল ভেঁজা চোখ,
কখনো দেখাইনি তোমায়।

কেউ কোথাও ভালো নেই যেনো সেই-
কতোকাল আর হাতে হাত অবেলায়
কতোকাল আর ভুল-অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।

সে কবেকার ভায়োলিন,
বেঁজে যায় কতোদিন
প্রাণে চাপা ঢেউ
দেখে নি আর কেউ

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানি না, কি কষ্টে এই অবেলায়?
তবুও নির্বাসন বাসর সাঁজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় এ হৃদয় যখন,
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই,
সাদা কালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই।

ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোঁখ তবুও সাঁজাই।
এই সন্ধ্যায় দু’চোখ সাগরে-
বুকের পাঁজরে ভেসে যায়।

অবাক জোছনায় লুকিয়ে রেখেছি,
ভেঁজা চোখ দেখাইনি তোমায়।
এই অবেলায় তোমারই আকাশে,
নীরব আপোসে ভেঁসে যায়।

সেই ভীষণ শীতল ভেঁজা চোখ,
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেনো সেই,
কতোকাল আর হাতে হাত অবেলায়।

কতোকাল আর ভুল-অবসন্ন বিকেলে,
ভেঁজা চোঁখ দেখাইনি তোমায়।

আরও পড়ুন ;  মালা অঞ্জন দত্ত লিরিক্স - Mala Lyrics

Ei Obelay Lyrics

Ai obelay tomari akashe,
Nirob aposhe vese jay.
Sei vishon shitol veja chokh,
Kokhono dekhaini tomay.

Keo kothao valo nei jeno sei
Kotokal ar hate hat obelay
Kotokal ar vul-obosonno bikele
Veja chokh dekhaini tomay.

Se kobekar vayolin,
Beje jay kotodin
Prane chapa theu
Dekhe ni ar kew.

Kokhono oviman, obaddho pichutan
Jani na, ki koshte ai obelay?
Tobuo bishonno basor sajiye,
Thote chepe dhora thak valobasay.

Ghune khaoya meghe kalo hoye jay a ridoy jokhon,
Aka aka shudhu okaronei jhore brishty amon.
Aj o tai, obak roge ake jai,
Sada kalo rog makha fanusaer muhurto ragai.

Vishon kalo megh, pure chai obege ajo tai
Obak jochonay pora chokh tobu o sajai.
Ai sondhay du’chokh sagore-
Buker pajore vese jay.

Obak jochonay lukiye rekhechi,
Veja chokh dekhaini tomay.
Ai obelay tomari akashe,
Nirob aposhe vese jay.

Mombati Lyrics

Sei vishon shitol veja chokh,
Kokhono dekhai tomay.
Kew kothao valo nei jeno sei,
Kotokal ar hate hat obelay.

Kotokal ar vul obosonno bikele,
Veja chokh dekhaini tomay.
Ei Obelay Tomari Akashe Lyrics এই অবেলায় তোমারি আকাশে লিরিক্স।

এই অবেলায় লিরিক্স টি (Ei Obelay Lyrics) গেয়েছেন শেখ ইশতিয়াক আহমেদ।  এপার বাংলা শিরোনামহীন ব্যান্ডের অধীনে মিউজিক টি টিউন করেছেন কাজী আহমেদ সাফিন। এবং এই অবেলায় তোমারি আকাশে গানের লিরিক্স (Ei obelay tomari akashe) টি লিখেছেন মোহাম্মদ জিয়াউর রহমান। অভিনয়শিল্পী হিসেবে শিরোনামহীন ব্যান্ডের টিমের সাথে রয়েছেন প্রান্তর দস্তিদার, নিশাত ফারজানা সিঁথি এবং আকসারা করিম সহ আরো অনেকে। 

Related Articles

Leave a Reply